কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ এবং কমল নাথকে ‘গদ্দার’ ও ‘চুন্নু-মুন্নু’ বলে কটাক্ষ করায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে সতর্ক করল নির্বাচন কমিশন। পাশাপাশি, এ ধরনের মন্তব্য থেকে দূরে থাকতে কৈলাসকে পরামর্শও দিয়েছে কমিশন।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর ২৮টি বিধানসভা আসনে উপনির্বাচন মধ্যপ্রদেশে। তারই প্রচারে ইন্দোরে গিয়েছিলেন কৈলাস বিজয়বর্গিয়। অভিযোগ, সেখানেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ এবং কমল নাথকে ‘গদ্দার’ এবং ‘চুন্নু-মুন্নু’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতা।
এরপরেই এ ধরনের মন্তব্য নিয়ে সরব হয় কংগ্রেস। কৈলাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানায় তারা। নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগে কৈলাসের বিরুদ্ধে নোটিস জারি করে কমিশন। নোটিসে কমিশন জানিয়েছে যে, এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তারা। এবং কমিশন মনে করছে, রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য যে আদর্শ আচরণবিধি রয়েছে, কৈলাস তা লঙ্ঘন করেছেন।
এর আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কমল নাথকে মায়াবী রাবণ বলে আখ্যা দিয়েছিলেন। সেই নিয়েও কম জলঘোলা হয়নি। এবার দিগ্বিজয় সিংহ এবং কমল নাথকে ‘গদ্দার’ ও ‘চুন্নু -মুন্নু’ আখ্যা দেওয়ায় নির্বাচন কমিশনের ভর্ৎসনার মুখে পড়তে হল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে।