রাজ্যের অধিকাংশ জায়গা থেকেই বিদায় নিয়েছে বর্ষা। মঙ্গলবার দুপুরে কলকাতা-সহ বাকি অল্প অংশ থেকেও বিদায় নিয়ে নেবে সে। এই পরিস্থিতিতে রাজ্যের বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে উত্তুরে হাওয়া। সেই হাওয়ায় হালকা শিরশিরানিও ধরছে।
কলকাতার উপকণ্ঠেই পারদ কুড়ি ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এ দিন ব্যারাকপুরে পারদ রেকর্ড করা হয়েছে ১৯.৯ ডিগ্রি। উত্তুরে হাওয়ার টানেই বড়ো রকম পতন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের (২৪.১ ডিগ্রি) থেকে পারদ কমেছে পাক্কা তিন ডিগ্রি। তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিলে এ দিন গোটা রাজ্যের মধ্যে শীতলতম জায়গা ছিল পুরুলিয়া। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। অর্থাৎ পুরুলিয়ার বাসিন্দাদের ভোর এবং সকালবেলায় শীতবস্ত্র গায়ে চাপাতে হচ্ছে।