দেবীপক্ষ শুরু হয়েছে আগেই। এরমধ্যেই আজ সন্ধ্যায় এক ঝটিকা সফরে এসে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করে গেলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে করলেন দেবীদুর্গার চক্ষুদান। প্রসঙ্গত, বিগত কয়েকবছর ধরেই তিনি এই কাজটি করে আসছেন। তবে এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও জাঁকজমক চাননি। তাঁর ইচ্ছেমতোই সাদামাঠাভাবে সারা হল চেতলা অগ্রণীর চক্ষুদান পর্ব।
তবে এ বছর এর পর যেই সব পুজোর উদ্বোধন করবেন, সেগুলি ভার্চুয়াল মাধ্যমে করারই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে তিনি বলেন, “আমার কাছে প্রতি বছরের মতো এ বছর বহু পুজো উদ্বোধনের আমন্ত্রণ এসেছে।’ কিন্তু এই করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে একটু অন্যরকম ভাবে পুজো উদ্বোধনের ইচ্ছে রয়েছে। যাঁরা পুজো উদ্বোধনের অনুরোধ জানিয়েছেন সে সব পুজো ভার্চুয়াল মাধ্যমে নবান্ন থেকে একসঙ্গে উদ্বোধন করে দিতে পারি। জুমের মাধ্যমে সেটা করা হবে। আমার হাতে প্রদীপ থাকবে। আর সব পুজো কমিটির মেয়েদের হাতেও প্রদীপ থাকবে। তা জ্বালিয়েই হবে পুজোর উদ্বোধন।”