আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগে গ্রেফতার হয়েছিল রিয়া এবং তাঁর ভাই শৌভিক। প্রয়াত অভিনেতার বান্ধবীর পাশাপাশি তাঁর ভাইকেও ২০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীর হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেদিন সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হয়। রিয়াকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি এনসিবি। ফলে আদালত প্রথম দফায় ১৪ দিনের জন্য রিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয়। ৯ তারিখ সকালে একবার জামিনের আবেদন করেছিলেন রিয়া। কিন্তু সেই আবেদন খারিজ হওয়ার পর রিয়াকে বাইকুল্লা জেলে পাঠানো হয়েছিল।
এরপর ১৪ দিনের মাথায় প্রথম জুডিশিয়াল কাস্টোডির মেয়াস শেষ হওয়ার দিন ফের রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ফের ১৪ দিনের জন্য রিয়াকে বাইকুল্লা জেলে থাকার নির্দেশ দেয় আদালত। এই নিয়ে তৃতীয় বার রিয়ার বিচারবিভাগীর হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে।
আজ এই রায় দিয়েছে মুম্বইয়ের নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট কোর্ট তথা এনডিপিএস আদালত। আপাতত মুম্বইয়ের মহিলা জেলা অর্থাৎ বাইকুল্লা জেলে রয়েছেন রিয়া। আগামী ২০ তারিখ পর্যন্ত সেখানেই থাকতে হবে তাঁকে। সূত্রের খবর রিয়া এবং শৌভিক ছাড়াও এই মামলায় গ্রেফতার হওয়া আরও ১৮ জনের জুডিশিয়াল কাস্টডির মেয়াদ বেড়েছে।