হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। সঙ্গে করে ১০ জনকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু হাথরস যাওয়ার সময় সঙ্গে করে অনেক লোককে তিনি নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ যোগীর পুলিশের। আইন ভাঙার জন্য চন্দ্রশেখর-সহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল যোগীরাজ্যের পুলিশ।
রবিবার নির্যাততার পরিবারের সঙ্গে দেখা করতে যান চন্দ্রশেখর। কিন্তু যাওয়ার সময় সঙ্গে করে অনেককে নিয়ে গিয়েছিলেন তিনি। পথে দু’বার তাঁকে আটকায় উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনার ছবিও প্রকাশ পায়। সেখানে দেখা যাচ্ছে একটি ট্রাকের উপর দাঁড়িয়ে চন্দ্রশেখর। ট্রাকের চারদিকে অসংখ্য মানুষ। সবাইকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন ভীম আর্মির প্রধান। যাঁরা তাঁর সঙ্গে ছিলেন তাঁরা সবাই ভীম আর্মির সদস্য বলে জানা গিয়েছে। মিছিল করে যাচ্ছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, এই জমায়েত করে চন্দ্রশেখর আইন ভেঙেছেন। এই মুহূর্তে হাথরস ও তার আশেপাশে জমায়েত করার নির্দেশ নেই। কিন্তু নিজের সঙ্গে প্রায় ৪০০ জনকে নিয়ে গিয়েছিলেন তিনি। তাই প্রশাসনের নিষেধাজ্ঞা ভাঙায় চন্দ্রশেখর-সহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হাথরাসের জয়েন্ট ম্যাজিস্ট্রেট প্রেম প্রকাশ মীনা জানিয়েছেন, ‘এই বিষয়ে পুলিশ অনেক বেশি জানে।’