গত সপ্তাহেই তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া ভালো না থাকায় ২১ সেপ্টেম্বরের সেই সফর বাতিল করে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানানো হয়েছিল, ২৮ সেপ্টেম্বর শিলিগুড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেই মতো আগামীকালই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, দলীয় সফর নয়, এই সফর হবে একেবারেই প্রশাসনিক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ৬ সচিব।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর ১ অক্টোবর কলকাতা ফিরবেন। বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলায়। তবে, ভোট আবহের মধ্যেই রয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। তবু প্রশাসনিক কাজের জন্যেই আবার দীর্ঘ ৬ মাস পর উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে একাধিক বার দলীয় ও প্রশাসনিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেসবই ভার্চুয়ালি। আর এবার সরেজমিনে প্রশাসনিক কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি হাজির হচ্ছেন উত্তরবঙ্গে। নবান্ন সূত্রে খবর, ২৯ ও ৩০ সেপ্টেম্বর পাঁচটি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে প্রতিটি জেলায় আলাদাভাবে গিয়ে নয়, বরং শিলিগুড়ির ‘উত্তরকন্যা’য় বসেই সমস্ত বৈঠকগুলি করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়।