দীপিকার পর এনসিবি দফতরে হাজিরা দিলেন শ্রদ্ধা। জানা গিয়েছে আজ, বেলা ১১টা ৪৫মিনিট নাগাদ এনসিবি দফতরে গিয়েছেন শ্রদ্ধা কাপুর। দুপুর ১ টায় NCB অফিসে হাজির দিয়েছেন সারা আলি খানও। বেলা ১১টায় পৌঁছনোর কথা থাকলেও দুপুর ১টায় মুম্বইয়ে NCB-র ব্যালাড এস্টেটের অফিসে পৌঁছন সইফ আলি খান কন্যা। গোলাপি সালোয়ার ও সাদা পালাজোতে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে সামিল হতে হাজির হয়েছেন সারা। সংবাদমাধ্যম সূত্রে খবর, NCB অফিসে আসার আগে আইনি পরামর্শও নিয়েছেন অভিনেত্রী। এছাড়াও সারাকে নিয়ে আলাদা করে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন সইফ আলি খানও।
সূত্রের খবর, আজ সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার এলাকায় ইভলিন গেস্ট হাউসে পৌঁছেছেন দীপিকা। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন নারকোটিক্স ব্যুরোর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। আর সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে ডেকে পাঠানো হয়েছে বাল্লার্ড এস্টেটে এনসিবির অফিসে। সেখানে এই দুই অভিনেত্রীকে জেরা করা হবে।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল থেকে বেশ কিছু চ্যাটের অংশ উদ্ধার করেছেন এনসিবি কর্তারা। তার ভিত্তিতেই সন্দেহ হয়েছে দীপিকা এবং শ্রদ্ধার উপর। তাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এই দুই অভিনেত্রীক।
অন্যদিকে, মাদক মামলায় NCB-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর, ২০১৭-র মাদক চ্যাট দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে দীপিকাকে। সূত্রের খবর, NCB-র তরফে দীপিকাকে স্পষ্ট জানানো হয়েছে কোনও প্রমাণ নষ্ট করার চেষ্টা করবেন না। সূত্র জানাচ্ছে, দীপিকার ফোন নিজেদের হেফাজতে নিয়েছে NCB। দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ ও অভিনেত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে বলে খবর। মোট ৪ দফায় জেরা চলবে বলে খবর।