বাংলা দখলের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করছে বিজেপি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই তথ্য। শুধু এক মাসেই বিজ্ঞাপনের পেছনে গেরুয়া শিবির খরচ করেছে ১০ লক্ষ ৪০ হাজার টাকা। দিয়েছে ২৬ টি বিজ্ঞাপন।
যত এগিয়ে আসছে ২০২১-এর বিধানসভা নির্বাচন, ততই রাজনৈতিক দলগুলির মধ্যে বাড়ছে তৎপরতা। পরিস্থিতি স্বাভাবিক হলে এতদিনে সব দলই যে পথসভা, মিছিল ইত্যাদির মাধ্যমে প্রচারের কাজ শুরু করে দিত তা বলাই বাহুল্য। কিন্তু কোভিড-১৯-এর প্রকোপে জনজীবন ব্যাহত। সেই কারণে সভা-মিছিল করা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতির দুই যুযুধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি মন দিয়েছে ডিজিটাল প্রচারের দিকে।
জানা গেছে, ২৩ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় ২৬টি বিজ্ঞাপন বাবদ বিজেপি খরচ করেছে ১০ লক্ষ ৪০ হাজার টাকা। তৃণমূলের খরচ সেখানে অনেকটা কম, ৩.৩৫ লক্ষ টাকা। তারা বিজ্ঞাপন দিয়েছে ৪২টি। অনুমান করা হচ্ছে ভোট এগিয়ে আসায় এবার বিজ্ঞাপনের উপরে জোর দেওয়া বাড়াতে চাইছে গেরুয়া শিবির।
তৃণমূল বিধায়ক তাপস রায় এপ্রসঙ্গে বলেন, ‘বিজেপি দেশের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। সেই টাকায় তারা বিজ্ঞাপন দিচ্ছে। যেহেতু তারা মিথ্যে ছড়াতে চায়, তাই তাদের বিজ্ঞাপন বাড়বেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করে। আমাদের কাজ আমাদের হয়ে কথা বলবে। মানুষ দেখে নিয়েছে বিজেপি কতটা ক্ষতি পারতে পারে।’