ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কপিল দেব থেকে শুরু করে সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড় কিংবা মহেন্দ্র সিং ধোনি থেকে বর্তমানে বিরাট কোহলি, রোহিত শর্মারা বিভিন্ন সময়ে বাইশ গজে দাপিয়ে খেলেছেন। শুধু তাই নয়, বহু রেকর্ড রয়েছে এই সমস্ত তারকার ঝুলিতে। কিন্তু এই সমস্ত তারকাদের মধ্যে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার কে? এবার তাকেই বেছে নিলেন কিংবদন্তি ভারত ওপেনার সুনীল গাভাস্কার।
তার মতে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারের হলেন প্রথম বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব। এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেন, “কপিল দেব সবকিছুর ঊর্ধ্বে। ওই ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার, এবং সেরা ক্রিকেটার হিসেবেই থাকবেন চিরকাল”।
কপিল দেব দলের প্রয়োজনে যেমন সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তেমনি প্রয়োজন পরলে বল হাতে নিয়েছেন অনেক উইকেট। এছাড়াও ফিল্ডিংয়ে কপিল দেবের বিখ্যাত ক্যাচ গুলির কথা ভুলে গেলে চলবে না অর্থাৎ সব থেকে বিচার করলে কপিল দেব একজন সম্পূর্ণ ক্রিকেটার।