করোনা আবহে আজ ভার্চুয়ালিই পালন হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এদিন দুপুর ৩টের সময় বক্তব্য রাখতে উঠে ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের কৃষকদের উপর কেন্দ্রের মোদী সরকার বঞ্চনা করছে বলে আজ অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তার প্রতিবাদে নতুন কর্মসূচির কথাও ঘোষণা করলেন দিদি।
এদিন তিনি বলেন, “বেচারাম মান্নারা ঠিক করেছেন, কেন্দ্রীয় সরকার যে ভাবে কৃষকদের উপর বঞ্চনা করছে, তার প্রতিবাদে আগামী ১৬ সেপ্টেম্বর আলে আলে প্রতিবাদ কর্মসূচি করবে। সারা রাজ্যেই এই কর্মসূচি করতে হবে।” তিনি আরও বলেন, “সুযোগ হলে আমিও কলকাতার কাছাকাছি কোনও একটি জায়গায় যোগ দেব।” প্রসঙ্গত, দু’টি চাষের জমির মাঝখানে যে সরু পথ থাকে তাকে আল বলা হয়। তৃণমূলের কৃষক, ক্ষেতমজুর সংগঠন কর্মসূচি নিয়েছে, তার উপরে দাঁড়িয়েই আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কৃষকদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে।
এখানেই থেমে থাকেননি তিনি। এদিন মমতা আরও বলেন যে, আগামী বছর থেকে ৯ আগস্ট বাংলায় ছাত্র দিবস পালিত হবে। তাঁর কথায়, “ইংরেজ আমলে ওই দিনই গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। বাংলায় ওইদিনটি ছাত্র দিবস হিসেবে পালন হবে।” তবে ওই দিনটি আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। সেই ব্যাপারে এদিন তৃণমূলনেত্রী বলেন, “একটা দিন অনেক ভাবেই পালিত হতে পারে। আমাদের আদিবাসী ভাইবোনেরা তাঁদের মতো করে পালন করবেন, আর ছাত্ররা ছাত্র দিবস পালন করবেন।”