দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু এই ভয়ঙ্কর করোনা আবহের মধ্যেই আগামী ১৩ সেপ্টেম্বর নেট এবং ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জেইই হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় দেখা দিয়েছে। পরীক্ষা পিছনোর দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ৬ রাজ্য।
এবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ যুব তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশের জমায়েতে সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা ‘নেট’ এবং ‘জেইই’ (মেন)-সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা পেছোনোর দাবি তোলেন অভিষেক। তিনি বলেন, “করোনা করোনা করেই ছাত্ররা চিন্তায়। তাঁরা পরীক্ষা দেবেন কী করে?”
এদিন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বিরোধিতা করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনিই বলেছিলেন জান হ্যায় তো জাহান হ্যায়। নিজের সেই কথা ভুলে গিয়ে এখন ছাত্রছাত্রীদের জীবন এর কথা না ভেবে তাঁদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন? মানুষ আপনাকে আপনার দম্ভ চরিতার্থ করতে ভোটে জেতায়নি।” অভিষেক বলেন, “ডিজিটাল ইন্ডিয়া নিয়ে এতো ঢাক পিটিয়েও ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো গড়তে পারেননি কেন? আপনার সরকার আগে লিখিত আন্ডারটেকিং দিক যে পরীক্ষা দিতে গিয়ে কারও কোনও ক্ষতি হলে সেই দায় কেন্দ্রীয় সরকারের। তারপর পরীক্ষা নিন। এভাবে ছাত্রসমাজকে বিপদের মুখে ঠেলে দেবেন না।”