করোনার হানায় থরহরিকম্প গোটা দেশ। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং (জেইই-মেন) এবং ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) পরীক্ষার বিরোধিতা করছেন দেশের বিরোধীরা। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ নিয়ে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেন পড়ুয়াদের পরীক্ষায় বসতে বাধ্য না করা হয় বলে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তারপরেও কেন্দ্র তার সিদ্ধান্তে অনড় থাকায় বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট গড়ে জোরদার লড়াইয়ের পথে নামছেন মমতা এবং কংগ্রেসের সোনিয়া গান্ধী৷ করোনা আবহে নিট ও জেইই পরীক্ষা স্থগিতের দাবিতে আজ, বুধবার অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ‘ভার্চুয়াল’ বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, করোনার পরিস্থিতিতে দুটি সর্বভারতীয় পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে৷ তাই পরীক্ষাগুলি স্থগিত করা হোক, আগেই এই দাবিতে মোদীকে দুটি চিঠি দিয়েছিলেন মমতা৷ এই দাবি আরও জোরাল করতে আজ অর্থাত্ বুধবার দুপুরে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন সনিয়া ও মমতা৷ এদিন দুপুর আড়াইটেয় ভার্চুয়াল মিটিং হবে৷ মমতার কথায়, ‘সব অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিনি সম্ভবত থাকতে পারবেন না, তাঁর একটি পূর্বনির্ধারিত অন্য কাজ রয়েছে৷’ তবে বৈঠকে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ৷