একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের শুরু বিজেপির হুমকির রাজনীতি। এবার বিজেপির বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল জামালপুরে। গ্রামের চার কিলোমিটার পিচ রাস্তা সাত দিনের মধ্যে করে না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চকদিঘি পঞ্চায়েতের প্রধান গৌরসুন্দর মণ্ডল। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
গৌরসুন্দর জানান, সোমবার দুপুরে কয়েকজন পঞ্চায়েত অফিসে ঢুকে তাঁকে হুমকি দেয়। সাতদিনের মধ্যে রঙ্কিনীমহুলা থেকে চকদিঘি পর্যন্ত ৪ কিমি রাস্তা পাকা করে না দেওয়া হলে প্রাণে মেরে ফেলা হবে তাঁকে। একই সঙ্গে তাঁরা দাবি করেন, খুব দ্রুত গ্রামে গভীর নলকূপ বসাতে হবে। তিনি বলেন, ‘যারা এসেছিল তারা সবাই বিজেপি আশ্রিত দুষ্কৃতী। বারবার তারা বলতে থাকে দাবি না মিটলে পঞ্চায়েত অফিস ভেঙে দেওয়া হবে। আমাকেও প্রাণে মেরে ফেলা হবে।’ এরপরই চকদিঘি পঞ্চায়েতের প্রধান জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।
জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের প্রধানকে হুমকি দেওয়ার বিষয়টি শুনেছেন জেলা পরিষদের সহসভাধিপতি তথা দলের রাজ্য সমন্বয় কমিটির সদস্য দেবু টুডুও। তিনি বলেন, ‘বিজেপি নেতারা এসে মিটিং করে উস্কানিমূলক কথা বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গ্রামবাসীদের অশান্তি করতে ইন্ধন দিচ্ছে। তারই প্রতিফলন ঘটেছে চকদিঘি পঞ্চায়েত অফিসে। সাতদিনের মধ্যে কাজ না হলে প্রধানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।’ যদিও প্রধানের আনা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।