করোনা পরিস্থিতির জেরে দিল্লীর সংসদ ভবনের কাজ প্রায় বন্ধ। আপাতত আসন্ন বাদল অধিবেশনের জন্য নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে সংসদকে। এরই মধ্যে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে। অ্যানেক্স বিল্ডিংয়ের সাত তলায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
এদিন সকালে অ্যানেক্স বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখেন সংসদের নিরাপত্তাকর্মীরা। সাড়ে সাতটা নাগাদ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। সকাল সাড়ে আটটা নাগাদ দমকলের তরফে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই আগুন লাগল তার তদন্ত করছে দমকল বিভাগ। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আপাতত ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন দিল্লী দমকলের ডিরেক্টর অতুল গর্গ।
উল্লেখ্য, সেই মার্চ মাস থেকেই করোনা সংক্রমণের কারণে সংসদের দুই কক্ষ ও লোকসভা ও রাজ্যসভার অধিবেশন স্থগিত রয়েছে। তবে সেপ্টেম্বর মাসের মধ্যে সংসদের বাদল অধিবেশন শুরু করতেই হবে। কারণ নিয়মানুযায়ী দুই অধিবেশনের মাঝে কখনও ছমাসের বেশি ফাঁক রাখা যায় না। তাই এই মুহূর্তে ঢেলে সাজানো হচ্ছে ভবনটি। চলছে করোনা সংক্রমণ রুখতে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানোর কাজ। সেই সমস্ত যন্ত্রপাতি বসানোর কাজ চলার ফলেই এই দুর্ঘটনা কিনা সেটাও খতিয়ে দেখছে দমকল বিভাগ।