প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। প্রাক্তন রাষ্ট্রপতিকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। আজ দিল্লীর সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছে। বর্তমানে তাঁর হৃদ্যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে।’’
বুধবার তাঁর শারীরিক অবস্থা নিয়ে রীতিমতো গুজব রটে গিয়েছিল। চিন্তিত হয়ে পড়েছিলেন প্রণববাবুর অনুগামীরা। কিন্তু রাতের দিকে পুত্র অভিজিৎ টুইট করে খানিকটা স্বস্তির খবর শোনান। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ বলেন,”আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবার আমার বাবার হৃদ্যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা চালিয়ে যান। যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।” যদিও অভিজিতের টুইটের কিছুক্ষণ আগে আর আর হাসপাতালের তরফে জানানো হয়েছিল, প্রণব মুখোপাধ্যায় এখনও সংকটজনক অবস্থাতেই আছেন। তবে বর্তমানে তাঁর হৃদ্যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল।”
রাতে বাড়িতে পড়ে যাওয়ার পরে প্রণবকে দিল্লীর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত সরাতে অস্ত্রোপচার করার আগে পরীক্ষা করতে গিয়ে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। গত কাল হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ৮৪ বছর বয়সি প্রণবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অস্ত্রোপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন। এর পরে তাঁর স্বাস্থ্য নিয়ে সকলেই উদ্বিগ্ন হয়ে ওঠেন।