করোনার থাবা বৃন্দাবনের ইস্কনের মন্দিরে। জন্মাষ্টমীর পুণ্য তিথিতেই সিল করে দেওয়া হল বৃন্দাবনের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস মন্দির। সেখানকার পুরোহিত সহ মোট ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণেই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, গত ৪ জুলাই ইস্কনের অন্যতম প্রধান ভক্তিচারু স্বামী ফ্লোরিডায় করোনা আক্রান্ত হয়ে মারা যান। তাঁর পারলৌকিক ক্রিয়া পশ্চিমবঙ্গে করা হয়। বৃন্দাবনের ইস্কন মন্দিরের বেশ কিছু আবাসিক সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারা ১০-১৫ দিন আগেই পশ্চিমবঙ্গ থেকে ফিরেছিলেন। যারা পশ্চিমবঙ্গে এসেছিলেন, তাদের মধ্যেই দুজন সকলের আগে করোনায় আক্রান্ত হন।
সম্প্রতি মন্দিরের আবাসিকদের মধ্যে দুজনের করোনা ধরা পড়ে। এরপরেই স্বাস্থ্য আধিকারিকরা ওই মন্দিরের ১৬৫ জন আধিকারিকের লালারস সংগ্রহ করেন। ওই ১৬৫ জনের মধ্যে ২২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
অন্যদিকে, করোনা মহামারীর কথা মাথায় রেখে জন্মাষ্টমী তিথিতে ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট মথুরায় অন্য কোনও বহিরাগতর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গোটা জেলাতেই এই জন্য পুলিশ পোস্টিং করা হয়েছে।