দেউচা পাচামি কয়লা শিল্প হলে একলক্ষ চাকরি হবে। রবিবার তৃণমূলের দলীয় কর্মীসভা থেকে এমনই আশ্বাস দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘চাকরি প্রার্থীদের বেশিরভাগই হবে আদিবাসী সম্প্রদায়ের।’
মুখ্যসচিব রাজীব সিনহা সফরের পরে মহম্মদবাজারে কর্মী সভায় যান অনুব্রত মণ্ডল। সংগঠন মজবুত করতে ব্লক সভাপতিকে মাথায় রেখে চার সদস্যের কমিটি গঠন করেন। ব্লক সভাপতি তাপস সিনহা, গৌতম মণ্ডল, কালী বন্দ্যোপাধ্যায় ও শেখ আনারুলকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। নির্দেশ দেওয়া হয় এলাকায় সংগঠন মজবুত করতে। এছাড়াও এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার কথাও বলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দলীয় সংগঠনে বিক্ষোভ সামাল দিতে ভাঁড়কাটা অঞ্চল সভাপতিকে বদলে দেওয়া। নতুন সভাপতি করা হয় নলীন সোরেনকে। চেয়ারম্যান করা হয় খগেন রাজবংশীকে। দলের জেলা সহ সভাপতি অভিজিৎ রাণা সিংহ বলেন, ‘সংগঠন ও এলাকা উন্নয়নে কিছু রদবদল ১০ দিন আগেই করেছিলেন জেলা সভাপতি। আজ তার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল।’
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাকরির বিষয়ে বলেন অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, ‘মহম্মদবাজারে কয়লা শিল্পে একজনও কেউ বঞ্চিত হবে না।’