রাজ্যের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা করোনায় আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীরতন শুক্লা নিজেই এই কথা জানিয়েছেন। তাঁর স্ত্রী বর্তমানে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত।
গত ১০ জুন তাঁর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসছে বলে লক্ষ্মীরতন জানিয়েছেন। এর পরেই তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন। পরিবারের বাকি সদস্যরা আগামী বুধ ও বৃহস্পতিবার কোভিড পরীক্ষা করাবেন বলে জানা গেছে।
হাওড়া পুর এলাকা ৬২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মীরতন। নিজেদের বাড়িতেই এখন চিকিৎসাধীন থাকবেন তাঁর স্ত্রী। জানা গেছে হাওড়া পুর নিগমের পক্ষ থেকে এলাকাটি স্যানিটাইজ করা হচ্ছে।
লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা
এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়রপারিষদ গৌতম চক্রবর্তীও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। হাওড়ার শেষ পুরবোর্ডের সদস্য ছিলেন তিনি। তিনি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সেই এলাকাটিও উত্তর হাওড়াতেই।
হাওড়া পুরনিগমের দুই আধিকারিক সহ বেশ কয়েক জন করোনা আক্রান্ত হন। এই খবর পেয়ে আতঙ্কে ফাইল গুটিয়ে বাড়ি চলে যান অধিকাংশ কর্মী ও আধিকারিক। স্যানিটাইজ করা হয় পুর নিগমের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশ। তারপর থেকে হাওড়া পুর নিগমের প্রধান কার্যালয়ে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে।