মদ্যপানের টাকা না পেয়ে বাড়িতে মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার বালিয়াডাঙ্গা গ্রামে। নিহত মায়ের নাম নির্মলা বিশ্বাস। অশান্তির জেরে শুধু মাকেই নয় ভাইয়ের স্ত্রীকে এলোপাতাড়ি কোপাল ছেলে। আশঙ্কাজনক অবস্থায় মাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জখম ভাইয়ের স্ত্রী এখনও চিকিৎসাধীন হাসপাতালে।
সূত্রের খবর, মদ্যপানের টাকা চাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। মায়ের সঙ্গে তর্ক-বিতর্ক হতেই ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে সুকুমার। পাশের ঘর থেকে ভাইয়ের স্ত্রী শাশুড়িকে বাঁচাতে এলে তাকেও কোপাতে থাকে সুকুমার। তারপর চিৎকার করায় ছুটে আসেন এলাকার লোকজন। তারাই উদ্ধার করে ওই দু’জনকে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনার পর এলাকা থেকে চম্পট দেয় সুকুমার। পরে বাড়ি থেকে কিছু দূরে একটি মদের ঠেকে তার সন্ধান পাওয়া যায়। সেখানে তাকে ধরে শুরু হয় গণধোলাই। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এলাকার লোকজন জানিয়েছেন, মদের নেশায় আসক্ত ওই যুবক নিয়মিত অশান্তি করত পরিবারে। সুকুমার বিয়ে করেনি। কাজকর্ম তেমন করত না।