ভারতীয় দিন দিন বাড়ছে সংক্রমণ। গোটা বিশ্বেই আক্রান্তের সংখ্যা রোজ বাড়ছে। এই পরিস্থিতিতে এবছরের মত হজ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর ভারত থেকে কোন হজযাত্রা হবে না।
যদি হজ যাত্রা বাতিল হয় তাহলে ২২২ বছর পর এই ঘটনা ঘটতে চলেছে। এখনো পর্যন্ত ভ্যাকসিন না বের হওয়ায় সংক্রমণ আটকানো সম্ভব হচ্ছে না। সেই প্রেক্ষিতে হজযাত্রা করলে ভারত তো বটেই অন্যান্য জায়গাতেও সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা। পাশাপাশি করোনার কারণেই বিদেশ থেকে কাউকে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবও।