আবার করোনা আক্রান্ত শাসক দলের এক নেতা।দক্ষিণ চব্বিশ পরগনার আরও এক বিধায়কের শরীরে মিলল করোনার জীবাণু। শুক্রবার সন্ধেয় মন্দিরবাজারের তৃণমূল বিধায়কের নমুনা পরীক্ষার রিপোর্ট আসতেই জানা যায়, তিনি আক্রান্ত।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিধায়কের প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। এদিকে ডায়মন্ড হারবার পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এক বিএসএফ জওয়ানের শরীরে করোনার জীবাণুর হদিশ মেলার পর পুরসভার ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডে আরও দু’জনের শরীরে মারণ ভাইরাসের সন্ধান মিলেছে।
কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। এরপরই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সন্ধেয় বিধায়কের রিপোর্ট আসতেই জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। সঙ্গে সঙ্গেই প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের তৎপরতা হাসপাতালে পাঠানো হয় তাঁকে।