২০০৮ সালের ২৬ নভেম্বর হওয়া মুম্বই হামলার মূলচক্রী তাহাউর হুসেন। সম্প্রতি পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ওই নাগরিককে গ্রেফতার করে মার্কিন পুলিশ। আইনি প্রক্রিয়ার পর তাকে ভারতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
২০০৫ সালে মহম্মদের নামে বিতর্কিত কার্টুন প্রকাশ করায় ডেনমার্কের একটি সংবাদপত্রের অফিসে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈইবা। পরে এই ঘটনার তদন্তে নেমে এই হামলায় মদত দেওয়া রানাকে শিকাগো থেকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে দোষ প্রমাণিত হওয়ার পর তাকে ১৪ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ২০২১ সালের ডিসেম্বর মাসে তার জেল থেকে মুক্তি পাওয়া কথা ছিল। কিন্তু, তার শরীর অসুস্থ থাকায় ও করোনা পরিস্থিতির কারণে গত সপ্তাহে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে ২০০৮ সালে হওয়া মুম্বই হামলার জন্য তাকে ফের গ্রেফতার করল লস অ্যাঞ্জেলস পুলিশ।