ভারতের কিছু অংশ থেকে আগামী ২১ তারিখ দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। রাজস্থান, হরিয়ানা ও উত্তরাখণ্ড থেকে এই মহাজাগতিক ঘটনা চাক্ষুস করা যাবে। এই তিন রাজ্যের কিছু অঞ্চল থেকে ‘রিং অফ ফায়ার’ও দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেরাদুন, কুরুক্ষেত্র, চামলি, যোশীমঠ, শীর্ষ ও সুরাতগড় থেকে সবচেয়ে ভালোভাবে বলয়গ্রাস দেখা যাবে। ওইদিন সকাল ১০.১২ থেকে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে, চলবে ১১.৫০ পর্যন্ত। তবে পুরো প্রক্রিয়া চলবে দুপুর ২টো পর্যন্ত।
এবার ওই তিন রাজ্যের কিছু অঞ্চল থেকে ‘রিং অফ ফায়ার’ও দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দেরাদুন, কুরুক্ষেত্র, চামলি, যোশীমঠ, শীর্ষ ও সুরাতগড় থেকে সবচেয়ে ভালোভাবে বলয়গ্রাস দেখা যাবে। ওইদিন সকাল ১০.১২ থেকে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে, চলবে ১১.৫০ পর্যন্ত। তবে পুরো প্রক্রিয়া চলবে দুপুর ২টো পর্যন্ত।
সূর্যগ্রহণ দেখতে স্বাভাবিক ভাবেই প্রতিবার প্রচুর মানুষ জড়ো হন। কিন্তু দেশে এখন করোনার সংক্রমণের হার খুবই বেশি। তাই এবার কিছু বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। কুরুক্ষেত্রে একসঙ্গে চারজনের বেশি লোক জড়ো হয়ে সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সেখানে কিছু ধর্মীয় স্থান আছে যেখানে গ্রহণ উপলক্ষে মেলা বসে। সেটিও এবার হবে না।
প্রসঙ্গত, যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, তখন চাঁদের ছায়া পৃথিবীর বুকে পড়ে। সেটিই সূর্যগ্রহণ। চাঁদের অবস্থান ও আকৃতির কারণে কোনও কোনও স্থান থেকে দেখা যায়, চাঁদ সূর্যকে প্রায় পুরোটা ঢেকে ফেললেও, তার পরিধি ঢাকতে পারে না। এটিই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।