লকডাউন চালু হওয়ায় প্রায় তিন মাস ধরে ট্রেন চলাচল বন্ধ। মহামারীর জেরে বঙ্গে এখন শুরু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। কয়েকটি বিশেষ ট্রেন চললেও, রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি। এহেন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন হকাররা। শুধুমাত্র বারাসত-হাসনাবাদ-বনগাঁ শাখায় ৩৭ হাজার হকার কর্মহীন হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার লোকাল ট্রেন চালানোর দাবি তুলে বারাসত স্টেশনে হকাররা জমায়েত হন। বারাসত-হাসনাবাদ-বনগাঁ শাখার ৩৭ হাজার হকার বেকার হয়ে পড়েছেন। তাঁদের দাবি, ‘অবিলম্বে ওয়েস্টার্ন ও ওয়েস্ট সেন্ট্রাল রেলের মতো লোকাল ট্রেন চালানো শুরু হোক। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হলে তাঁদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। ফলে বাধ্য হয়ে আরও তীব্র বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা’।
এদিকে, শুক্রবার হাওড়া ডিভিশনের ডিআরএম ইশাক খান জানিয়ে দিয়েছেন, শহরতলীর ট্রেন চালানোর কোনও রকম নির্দেশ আসেনি। রেলবোর্ড বা পূর্ব রেলের সদর কার্যালয় কোনও জায়গা থেকে কোনও রকম নির্দেশ না আসায় স্পষ্ট করে ইঙ্গিত দেওয়াও সম্ভব নয়, যে নির্ধারিত ওই দিন থেকে ট্রেন চলতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইড লাইন মেনে লোকাল ট্রেন চালাতে রাজ্যের অনুমোদনও দরকার।