দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্তের নিরিখে চীন ও ইরানকে টপকে গিয়েছিল ভারত।তারপর এগিয়ে গিয়েছে ইতালি, স্পেনের থেকেও। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। এবার যেমন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ছাড়িয়ে গেল। শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ২৯৭৫৩৫। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৯৮। মোট করোনা আক্রান্তের সংখ্যায় ব্রিটেনকে পিছনে ফেলে এখন বিশ্বের চার নম্বর দেশ ভারত।
অন্যদিকে, শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৯৫৬ জন, যা এক রেকর্ড। এই সময়ে প্রাণ হারিয়েছেন ৪৮৬ জন, এটিও রেকর্ড। এখনও পর্যন্ত ১৪৭৪৯৫ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৪১৮৪২। এই নিয়ে পরপর তিনদিন দেশে অ্যাক্টিভ কেসের থেকেও সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেশি হল। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৯৭৬৪৮ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ৩৫৯০ জন। তারপরেই আছে তামিলনাড়ু (৩৮৭১৬), দিল্লী (৩৪৬৮৭), গুজরাত (২২০৩২), উত্তরপ্রদেশ (১২০৮৮), রাজস্থান (১১৮৩৮), মধ্যপ্রদেশ (১০২৪১)।