অমিত শাহের ভার্চুয়াল সভার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলএসি-তে পরিস্থিতি ঠিক কী রকম? চীন কি ভারতীয় ভূখণ্ডের কোনও অংশ দখল করেছে? প্রশ্ন তৃণমূল সাংসদ অভিষেকের।
মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘মাননীয় অমিত শাহজি, এই সঙ্কটের সময়ে বাংলা আপনার মুখ থেকে একটাও কথা শুনতে পায়নি, কিন্তু এই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য আপনি আজ ১ মিনিট সময় দেবেন বলে আমাদের আশাঃ চিন আমাদের ভূমির অংশ দখল করেছে কি না?’
কিন্তু সে প্রশ্নের জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন না এ দিন। ভাষণে কটাক্ষ রইল অভিষেকের জন্য। কিন্তু চীন সীমান্তের পরিস্থিতি প্রসঙ্গে অভিষেকের প্রশ্নের জবাব অমিত শাহের ভাষণে অন্তত শোনা গেল না।
অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে শাহ ওই প্রশ্নের জবাব দেওয়ার কোনও চেষ্টা এ দিন করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মাত্র প্রশ্নের উত্তর কেন দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই প্রশ্নই তুলছে তৃণমূল। শাহের সভা শেষ হওয়ার পরে ফের টুইট করেছেন অভিষেক। তৃণমূলের ‘প্রস্থানের’ স্বপ্ন দেখার পাশাপাশি উত্তর দিন, চীন কবে আমাদের এলাকা থেকে প্রস্থান করবে – দ্বিতীয় টুইটে এ ভাবেই কটাক্ষ ছুঁড়ছেন অভিষেক।