গত রবিবার থেকেই করোনায় উপসর্গ দেখা দিয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরে। ওদিন হঠাৎ করেই শুরু হয় জ্বর ও গলা ব্যথা। এরপর সোমবার সে খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। আর এরপর আজ মঙ্গলবার করোনা টেস্ট করা হল তাঁর। ইতিমধ্যেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন কেজরি। রিপোর্ট নেগেটিভ এলে তবেই তিনি আইসোলেশন থেকে বেরোবেন।
দেহে করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই কেজরিওয়াল সব ধরণের বৈঠক বাতিল করে দিয়েছেন। পাশাপাশি হোম আইসোলেশনেও চলে গিয়েছেন তিনি। এদিকে তাঁর আবার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। রবিবার রাতেই অবশ্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি ঘোষণা করেন দিল্লির সব সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সংকটের সময় আগে দিল্লির বাসিন্দারাই ভর্তির সুযোগ পাবেন।
অন্যদিকে, কেজরিওয়ালের করোনা উপসর্গ দেখা দেওয়ার পরেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশের রাজনীতিবিদরা। দিল্লীর মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি অরবিন্দ কেজরিওয়ালের জ্বর ও গলা ব্যথা হওয়ায় উনি হোম আইসোলেশনে গিয়েছেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।’