করোনা আবহে নতুন সেনসেশন এখন মাস্ক। রাজনীতির আঙিনাতেও তার উজ্বল উপস্থিতি। সংক্রমণের আশঙ্কা রোখার বার্তার পাশাপাশি পৌঁছে দেওয়া যাচ্ছে নিজের মতাদর্শের কথাও। ফলে বঙ্গ রাজনীতিতে মাস্ক কার্যত হাতিয়ারেই পরিণত হয়েছে।
বেশ বড় আকারের ‘পদ্ম’ আঁকা মাস্ক পরে প্রায়ই সাংবাদিক বৈঠকে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরেরর অনেক নেতাকেই দলীয় প্রতীক ব্যবহার করা মাস্ক পরতে দেখা গেছে। প্রচারের সুযোগ যে হাতছাড়া করা যাবে না, তা মাস্কে অতিবড় ‘পদ্ম’তেই স্পষ্ট।
এদিক থেকে ব্যতিক্রম তৃণমূল। প্রতীক ব্যবহার করা মাস্ক পরতে দেখা যায়নি জোড়াফুল শিবিরের নেতাদের। তাঁদের মাস্কে বাংলার কথা। শুরুটা করেছেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর কেড়েছে তাঁর ব্যবহার করা বাংলা মানচিত্রের ছবি-সমেত মাস্ক। আকাশী নীল কিংবা গাঢ় নীল রঙের মাস্কের বর্ডার। মধ্যের অংশ সাদা। সেই সঙ্গেই রয়েছে বাংলার মানচিত্র। কখনও শুধু মানচিত্র দেখা গেছে, কখনও বা তার উপর লেখা ‘মা’।
করোনাভাইরাস মহামারী ও উম্পুন প্রাকৃতিক দুর্যোগের সময়ে মুখ্যমন্ত্রীর মাস্কেও ‘বাংলার প্রাধান্য’ নজর এড়ায়নি নেটপাড়ার। কেউ যেমন মাস্কেও বাংলাকে প্রাধান্য দেওয়ার চিন্তাভাবনার প্রশংসা করেছেন। কেউ বিজেপির সঙ্গে তুলনা টেনে বলছেন, গেরুয়া শিবিরের নেতাদের মাস্কে যখন পদ্ম, তৃণমূল নেত্রীর মাস্কে তখন বাংলার মানচিত্র। কার প্রাধান্য কি, বোঝাই যাচ্ছে। এছাড়াও ‘জয় বাংলা’ ও ‘জিতবে বাংলা’ মাস্কে দেখা গেছে তৃণমূল নেতাদের।