এই বছরের শেষেই রয়েছে ভারতীয় দলের বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর। চার টেস্টের সিরিজে মুখোমুখি হবে দুই দল। আর সেই হাইভোল্টেজ সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন হার্দিক পান্ডিয়ার মত অলরাউন্ডার। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। কারণ ব্যাটিংয়ের পাশাপাশি পঞ্চম বোলারের কাজ স্বচ্ছন্দে করে দিতে পারবেন হার্দিক।
চ্যাপেল বলেছেন, ‘হার্দিককে যদি এই সিরিজে পাওয়া যায়, তাহলে ভারতীয় দলের পক্ষে তা দারুণ ব্যাপার হবে। দীর্ঘতম ফরম্যাটের ক্রিকেটে ফাস্ট বোলারদের বিশ্রাম দিতে হলে ওকে ব্যবহার করা যেতেই পারে। এছাড়া ভারতীয় দল যদি কোনও ম্যাচে দুই স্পিনার নিয়ে মাঠে নামতে চায় তখন পাঁচ নম্বর বোলারের কাজ অনায়াসে চালিয়ে দিতে পারবে হার্দিক। ভারতীয় দলের পক্ষে এটা দারুণ ইতিবাচক হবে। তাছাড়া ওর ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভালো। কোনও সন্দেহ নেই, হার্দিক দলে ফিরলে ভারতের ব্যাটিং লাইন আপ আরও লম্বা হবে।’
অস্ট্রেলিয়া সফরে ঠিকঠাক স্পিনার চয়নও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন ইয়ান চ্যাপেল। তাঁর মতে, ‘অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোন স্পিনারকে দলে নেওয়া হবে, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়াতে পারে। প্রথমেই বলতে হয় রবিচন্দ্রন অশ্বিনের কথা। আন্তর্জাতিক ক্রিকেটে ওর দুরন্ত রেকর্ড থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু তেমন আহামরি সাফল্য পায়নি। তাই আমার ধারণা ওর জায়গায় রবীন্দ্র জাদেজাকে খেলালে ভারতীয় দল বেশি লাভবান হবে। ও অলরাউন্ড পারফরম্যান্স করতে পারে। ব্যাটিং-বোলিং দুটো কাজেই সে সমান দক্ষ। যা দলে ঢোকার ক্ষেত্রে ওর পথ প্রশস্ত করতে পারে। এছাড়া রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওর বল অস্ট্রেলিয়ার পিচে বেশী কার্যকরী হবে বলে আমার ধারণা।’