মারণ-ভাইরাসে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি মুম্বই হামলার মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম। গতকাল এই খবরই হইচই ফেলে দিয়েছিল দেশের সংবাদমাধ্যমে। শনিবার সকালে ছড়িয়ে পড়ল আরও চাঞ্চল্যকর দাবি। এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দাউদ ইব্রাহিম। কিন্তু একথা কতোটা সত্য সেই নিয়ে প্রশ্ন থাকছেই।
কয়েক বছর ধরেই ডনের অসুস্থতা সম্পর্কেও নানা খবর ছড়িয়েছে। ২০১৭-র এপ্রিলে খবর ছড়ায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে দাউদের। তবে ২০১৭-র ঘটনার সময় ছোটা শাকিল দাবি করেছিল, দাউদ সুস্থ রয়েছেন! এবার দাউদের ভাই আনিস ইব্রাহিম জানান, সুস্থ রয়েছে ৬৪ বছরের ডন। মৃত্যুর খবর নিয়ে দাউদ-সঙ্গীদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর খবরে তীব্র হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে দাউদের মৃত্যুর পোস্ট। যদিও এই বিষয়ে এখনও চুপ ইসলামাবাদ। কোনও বিবৃতি জারি করেনি নয়াদিল্লীও।