কেরালার মালাপ্পুরমে হাতিকে নৃশংসভাবে খুন করা নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছে। প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন সকলেই। জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক বিরাট কোহলি ও সুনীল ছেত্রীও এমন ঘৃণ্য কাজের তীব্র সমালোচনা করেছেন। টুইটার অ্যাকাউন্টে কোহলি লিখেছেন, ‘কেরালায় যা ঘটেছে, তাতে আমি পুরোপুরি স্তম্ভিত! প্রাণীদের ভালোবাসতে হবে, এই শিক্ষা নিয়েই আমরা যেন এগিয়ে যেতে পারি।’
সোচ্চার হয়েছেন ‘হিটম্যান’ রোহিত শর্মাও। তিনি পরিষ্কার বলেন, ‘সত্যিই আমরা অসভ্য। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাঁদের মধ্যে সভ্যতার বিকাশ একেবারেই হয়নি। সবচেয়ে বড় কথা, কেরলে শিক্ষিতের হার ঊর্ধ্বমুখী। সেখানে এমন আচরণ কাম্য নয়। হাতিটিকে যেভাবে হত্যা করা হয়েছে, তা সত্যিই হৃদয়বিদারক। কোনও প্রাণীর সঙ্গেই এমন আচরণ করা অনুচিত।’
ঘটনায় সরব হয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি লিখেছেন, ‘গর্ভবতী হাতিটি কারও কোনও ক্ষতি করেনি। এই কাজ করে মানুষই নিজেদের দৈত্য বানিয়েছে। আশা করি, ওদের যেন শাস্তি হয়। কীভাবে আমরা উন্নত প্রাণী হলাম, তা ভেবেই অবাক হচ্ছি!’ উল্লেখ্য, এর আগে অনুষ্কা শর্মাও এই ঘটনার কড়া নিন্দা করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন।