বৃহস্পতিবার উম্পুন-বিধ্বস্ত বসিরহাটের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২নং ব্লক, হাসনাবাদ ও মিনাখাঁর বিপর্যস্ত ছবি দেখে কার্যত হতাশ তিনি। তবে উম্পুনকে শতাব্দীর নিদারুণতম বিপর্যয় আখ্যা দিলেও হাল না ছেড়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
গতকাল দুপুরে বসিরহাট মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করতে যান রাজ্যের স্বরাষ্ট্রসচিব। বৈঠকে ছিলেন, রাজ্যের যুগ্ম সচিব সৌমেন বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগণার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাটের পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল ও বসিরহাটের মহকুমার শাসক বিবেক ভস্মে-সহ জেলার স্বাস্থ্য, সেচ ও পূর্ত দফতরের আধিকারিকরা।
সেখানেই ঘুর্ণীঝড় উম্পুনের প্রভাবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া ব্লকগুলিতে অন্তত পাঁচশোটি নদীবাঁধের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বলেন, সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লক, হাসনাবাদ, মিনাখাঁ ও হাড়োয়া ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানীয় জলের সমস্যা মেটানোর জন্য ১১ লক্ষ জলের পাউচ বিলি করার পাশাপাশি পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্বরাষ্ট্রসচিবের কথায়, ‘এই বিপর্যয় শতাব্দীর নিদারুণতম বিপর্যয়। এটা আপনিও জানেন আমিও জানি। ইতিমধ্যে বসিরহাট মহকুমার পাঁচটি ব্লকের প্রায় ৫০০টি এলাকায় নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য ১১ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।’ তবে ৩ জুনের মধ্যে জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
বসিরহাট মহকুমায় প্রচুর ফসল নষ্ট হয়েছে। সেজন্য কৃষিঋণের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করা হবে বলে স্বরাষ্ট্রসচিব আশ্বাস দেন। তিনি বলেন, ‘কত বাড়ির ক্ষতি হয়েছে বৃহস্পতিবার রাতের মধ্যে তার চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাব। ধাপে ধাপে সেগুলো দেখা হবে।’ গজালমারি সীমান্তের ইছামতি নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকায় গজালমারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনের তরফে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, জলবাহিত রোগে এই মহকুমায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরে ডায়েরিয়া দেখা দিলেও এখনও পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি বলে দাবি করেছেন স্বাস্থ্য আধিকারিক। বসিরহাটের পর আজ, শুক্রবার স্বরাষ্ট্রসচিব বনগাঁ মহকুমায় বৈঠক করবেন বলে জানা গিয়েছে।