করোনার এই দুঃসময়েও খবরের শিরোনামে উত্তরপ্রদেশ! হ্যাঁ নেতিবাচক কাজের জন্যই। কোভিড রোগীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ প্রয়াগরাজের হাসপাতালে।
পশুদের থেকেও খারাপ আচরণ করা হচ্ছে তাঁদের সঙ্গে। এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ওই সরকারি হাসপাতালে। সেখানকার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো প্রতিবাদে সামিল রোগীরা।
ওই ভিডিওটি যিনি করছিলেন তিনি প্রতিবাদীদের উদ্দেশে প্রশ্ন করেন, “আপনারা কি খাবার পাচ্ছেন ঠিকমতো?” উত্তরে তাঁরা সমস্বরে জবাব দেন, “না!” তাঁরা দাবি করেন, আধসেদ্ধ খাবার খেতে হচ্ছে তাঁদের। কাউকে কাউকে বলতে শোনা যায়, টাকার বিনিময়ে পরিষেবা মিললে তাই যেন দেন কর্তৃপক্ষ। “টাকা না থাকলে আমাদের থেকে নাও। কিন্তু এরকম চললে আমরা বাড়ি চলে যাব!”– চিৎকার করতে শোনা যায় এক মহিলাকে।
তিন মিনিটের ওই ভিডিওয় দেখা যাচ্ছে, রোগীরা অভিযোগ করছেন, মানুষ হিসেবে ন্যূনতম সুবিধাটুকুও পাচ্ছেন না তাঁরা। জানোয়ারের চেয়েও অধম ব্যবহার করা হচ্ছে তাঁদের সঙ্গে। খাবার জোটে না ঠিক মতো, দু’ঘণ্টা ধরে বন্ধ জল সরবরাহও। “আমরা কি জানোয়ার? আমাদের জলের দরকার নেই?”– চিৎকার করতে শোনা গেছে এক কোভিড রোগীকে।