করোনার প্রকোপের মধ্যেই রাজ্যে ধেয়ে এসেছে বিধ্বংসী উম্পুন। আর এই ঝড়ের দাপটে রীতিমত বিধ্বস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এবার সেখানকার মানুষের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মোহনবাগান গোলরক্ষক শিলটন পাল।
প্রাক্তন এই মোহনবাগান অধিনায়ক বললেন, ‘আমরা সুন্দরবনের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ বিলি করতে চাই। একইসঙ্গে একটি মেডিকেল ক্যাম্প করব। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। তবে কয়েকজন বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে সুন্দরবনের একটি জায়গা পরিদর্শন করেছি। আবারও করব। পাথরপ্রতিমা-সহ বেশ কিছু ব্লক থেকে সাহায্যপ্রার্থীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। দ্রুত কাজ শুরু করে দিতে চাই।’
এই ত্রাণকার্যের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। ইতিমধ্যেই এর জন্য টাকা জোগাড় করতে শুরু করে দিয়েছেন শিলটন। বিদেশে থাকা তাঁর পরিচিতরা টাকা পাঠাচ্ছেন। শিলটন নিজেও টাকা দিচ্ছেন। এই প্রসঙ্গে আইলিগ জয়ী মোহনবাগান গোলরক্ষক বলেন, ‘আমাদের মেডিকেল টিমের সঙ্গে একজন ডাক্তার রয়েছেন। সুন্দরবনে একাধিকবার আমাদের মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।’