করোনা ধরা পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের। সেনা হাসপাতালেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান।
কিছুদিন আগে ওই জওয়ানের ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে সেনাবাহিনীর রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই জওয়ান। কিন্তু সম্প্রতি তার করোনা ধরা পড়ে। এরপর ৫ মে তাকে আর্মির বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দিল্লী (পশ্চিম) পুলিশের ডেপুটি কমিশনার দীপক পুরোহিত জানান, ‘মঙ্গলবার রাত ১টা নাগাদ অন্যান্য রোগীরা তাকে শেষবারের জন্য দেখে। মঙ্গলবার সকাল ৪টে নাগাদ বাথরুমের পিছনে এক গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি কোনও সুইসাইড নোট লিখে যাননি। তবে আমাদের অনুমান মানসিক অবসাদ থেকেই ওই জওয়ান আত্মহত্যা করছেন।’
ওই জওয়ানের বাড়ি মহারাষ্ট্রে। কিন্তু তাঁর পরিবার রাজস্থানের আলোয়ারে থাকেন। সেখানেই মোতায়েন ছিলেন ওই জওয়ান। তারপরে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর দিল্লীতে হাসপাতালে ভর্তি করা জয় তাঁকে। ভারতীয় সেনার তরফে এই ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে।