এই দুঃসময়ে ডাক্তার নার্সেরা তাদের জীবনের কথা চিন্তা না করে নেমে পড়েছেন মানুষের সেবায়। তাই তাদের সম্মান জানাতে কলকাতার ঢাকুরিয়া আমরি হাসপাতালে নার্সদের হাতে ফুলের স্তবক,মিষ্টির বাক্স তুলে দেয় রবীন্দ্র সরোবর থানার পুলিশকর্মীরা। দৃশ্যতই বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে এখানকার নার্সরা।
ঢাকুরিয়া আমরি হাসপাতালে নার্সিং ইনচার্জ সুবিনী থমাস জানান, ‘নার্সরাও রক্ত মাংসের মানুষ। তাদেরও পরিবার-পরিজন রয়েছে। বহু প্রতিকুলতাকে দূরে সরিয়ে অনেক কষ্ট করে প্রত্যেককে কাজ করতে হচ্ছে তবে এই সমাজেরই কতিপয় মানুষ মাঝেমধ্যেই সে জিনিসটা ভুলে যান। অনেক ক্ষেত্রেই এই প্রাণঘাতী করোনা মোকাবিলায় রাজ্যের বহু হেনস্থা অপমানের শিকার হতে হয়েছে সে দিক থেকে আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে পুলিশের পক্ষ থেকে এই সম্মান আমাদের কাছে অত্যন্ত গর্বের।’
ফ্লোরেন্স নাইটিংগেলের হাত ধরে রোগীদের সেবার যে ধর্মযুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে আজ শরীক সারা বিশ্বের কয়েক কোটি নার্স। তবে তারই মাঝে এই করোনা আবহেই রাজ্যের বহু জায়গায় বিভিন্ন সময়ে করোনা চিকিৎসা করার জন্য নার্সদের হেনস্থা, হয়রানির শিকার হতে হচ্ছে তা অত্যন্ত দুঃখের।