করোনা বিশ্বে নিজের মারণ প্রকোপ ফেলার পর থেকেই গৃহবন্দী সকলে। শুধুই সাধারণ জনগণ নয়, সিনে তারকা থেকে ক্রীড়াজগতের নক্ষত্ররাও বাড়িতেই সময় কাটাচ্ছেন। তাতেই অধৈর্য হয়ে পড়ছেন সকলে। তেমনই সব দুর্যোগ কাটিয়ে দ্রুত মাঠে ফেরার জন্য ছটফট করছেন ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়। করোনা ভাইরাসের প্রভাবে গোটা বিশ্বেই খেলাধূলা বন্ধ হয়ে গিয়েছে। সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখেও বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের এই ক্রিকেটার জানিয়েছেন, প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামেও তিনি ম্যাচ খেলতে রাজি।
গত মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেটের স্বাদ পেয়েছেন জেসন রয়। এই টুর্নামেন্টর কিছু ম্যাচ ফাঁকা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে। তবে করোনার জন্য শেষ পর্যন্ত পিএসএল স্থগিত হয়ে যায়। সেই প্রসঙ্গে ইংরেজ ক্রিকেটারটি বলেন, ‘এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছি পিএসএলে। বেশ মজা লাগছিল এমন এক পরিবেশে খেলতে। এতদিন আমরা অভ্যস্ত ছিলাম দর্শকদের তুমুল চিৎকারের সঙ্গে। সেই শব্দে মিশে যেত ব্যাট-বলের ঠোকাঠুকির আওয়াজ। যেখানে মনঃসংযোগ করা বেশ চ্যালেঞ্জিং ছিল। পিএসএলে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে গিয়ে দেখলাম এক নিঃশব্দ পরিবেশ। ব্যাটে বল লাগার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। বেশ রোমাঞ্চ লাগছিল।’
প্রসঙ্গত, এই করোনার জেরে ইংল্যান্ডের ক্রিকেট মরশুম ১ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাউন্টিতে সারে দলের সদস্য জেসন রয় বলছেন, ‘ক্লোজ ডোর ক্রিকেট খেলতে পারলে আমি বেশি খুশি হব। সত্যি বলতে কী, মাঠে নামার জন্য আমি ছটফট করছি। আর সে জন্য নিজেকে তৈরি রাখতে বাড়িতে আয়নার সামনে ক্রমাগত শ্যাডো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। মাঝেমধ্যে টেনিস বলে দেওয়াল লক্ষ্য করে শটও নিচ্ছি।’