ঘরবন্দী গোটা দেশ। করোনা মোকাবিলায় এই একটাই পথ খোলা কিন্তু এর মধ্যেই লকডাউনের নিয়ম ভেঙে রাস্তায় ঘোরার জন্য গ্রেফতার হলেন বিখ্যাত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। সঙ্গে তাঁর এক বন্ধুকেও গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
পুলিশ আধিকারিক মৃত্যুঞ্জয় হীরমঠ জানিয়েছেন, ‘‘পুনম পাণ্ডে ও তাঁর সঙ্গে বেড়াতে বের হওয়া স্যাম আহমেদের (৪৬) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।”
সূত্রের খবর, রবিবার রাতে বান্দ্রা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, কোনও কারণ ছাড়াই বান্দ্রা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের কাছে কোনও পারমিটও ছিল না। দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।