মন্দার কোপ ছিলই। তার সঙ্গে জুড়েছে করোনা এবং তা রুখতে দেশজোড়া লকডাউন। আর এই সাঁড়াশি চাপেই পতন অব্যাহত টাকার দামের৷
বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের তুলনায় হু-হু করে কমে যায় ভারতীয় মূদ্রার দাম। এক ধাক্কায় ১৭ পয়সা অর্থাৎ ০.২২ শতাংশ কমে যায় ভারতীয় টাকার দাম। গতকাল বাজারের প্রথম দিকে ১ ডলারের দাম দাঁড়ায় ৭৫.৮০ টাকা। তবে এরপরে বাজার একটু ঘুরলে অল্প হলেও বাড়ে ভারতীয় টাকার দাম। শেষ পর্যন্ত এক মার্কিন ডলারের দাম দাঁড়ায় ভারতীয় মূদ্রায় ৭৫.৭৬ টাকা। যেখানে মঙ্গলবার এক মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ছিল ৭৫.৬৩ টাকা।
উল্লেখ্য, শুধু ভারতই নয়, গোটা বিশ্বই ভুগছে অর্থনৈতিক মন্দায়। তবে এদেশে এতদিন ধরে সমস্ত উৎপাদন ও ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকায় বড়সড় প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। জানা গেছে, চলতি বছরে ডলারের বিপরীতে টাকার দাম মোট ৬.১৭ শতাংশ হ্রাস পেয়েছে। বুধবার দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারের সূচকগুলিও লাগাতার ওঠানামা করে। কারণ দেখা যায় দেশের অটোমোবাইল বাণিজ্য সহ বিভিন্ন দিকে গ্রাহকরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
বুধবার সকাল ১০:৩৫ মিনিটে দেখা যায় এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স সূচক ৩২১.৪৩ পয়েন্ট বা ১.০২ শতাংশ লেনদেন করে – ৩১,৭৭৪.৯৪ পয়েন্টে এসে পৌঁছয়, ওদিকে এনএসই নিফটি এর বেঞ্চমার্ক ৯৪.৪০ পয়েন্ট অর্থাৎ (১.০৩ শতাংশ) বেড়ে পৌঁছয় ৯,৩০০.০০ পয়েন্টে। বিদেশি মূদ্রার ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দেশেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না। ফলে ডলারের তুলনায় টাকার দাম কমে চলেছে।