ভারতীয় টেস্ট দলে তাঁরা দুজনেই নিয়মিত সদস্য। ফার্স্ট ডাউনে চেতেশ্বর পুজারা এবং উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহা ছাড়া টেস্ট ক্রিকেটে ভারতীয় দল আজকাল ভাবাই যায় না। এবার সেই ঋদ্ধিমান সাহাকে নিয়েই এবার প্রশংসায় মাতলেন পুজারা। তিনি বললেন, ঋদ্ধিমানের সঙ্গেই আমার ব্যাটিং পার্টনারশিপ বেশি মনে রাখব।
গতকাল একটি রেডিয়ো চ্যানেলে পুজারা বলেন, ‘২০১৭ সালে রাঁচীতে ঋদ্ধিমান সাহার সঙ্গে জুটির কথা বলব। প্রায় ২০০ রানের জুটি ছিল আমাদের। দল তখন বিপদে পড়ে গিয়েছিল। পাঁচ-ছ’টা উইকেট চলে গিয়েছে। স্কোরবোর্ডে তখন মনে হয় রান ছিল আড়াইশোর আশেপাশে। জানতাম আমরা যদি ৩০০ থেকে ৩৫০ রানের মধ্যে সবাই আউট হয়ে যাই, অস্ট্রেলীয়রা সেই রান তুলে দেবে। আমাদের তখন লক্ষ্য ছিল একটা বড় রান তোলা। আমাদের জুটিটার জন্য শেষ পর্যন্ত পাঁচশো রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দল। সেই পার্টনারশিপটাই আমার সবথেকে প্রিয়।’