করোনার জেরে বন্ধ হল আরও একটি বেসরকারি হাসপাতাল৷ এবার বন্ধ হল তেঘরিয়ার বেসরকারি হাসপাতাল স্পন্দন৷ গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ চলবে৷ তার জেরে আগামী ৫ দিন বন্ধ থাকবে এই বেসরকারি হাসপাতালটি৷
একের পর এক চিকিৎসক ও নার্সের করোনা সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে পিয়ারলেস হাসপাতাল। আপাতত কোনও রোগী ভর্তি নেওয়া হবে না। তবে প্রসূতি, ডায়ালিসিস বিভাগের মতো কয়েকটি জরুরি বিভাগ চালু থাকবে বলে জানানো হয়েছে। আক্রান্ত চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মী সবাই হাসপাতালেই ভর্তি বলে জানা গিয়েছে।
বেশির ভাগ বিভাগ বন্ধ করা হচ্ছে পার্ক সার্কাসের শিশু হাসপাতালেও৷ পার্ক সার্কাসের ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ’ হাসপাতালটিতে করোনা পজিটিভ ১৪ জন নার্সের। যদিও ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ’-এর অধিকর্তা শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ জানিয়েছেন, ‘ আতঙ্কের কোনও কারণ নেই। আমরা সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কোনও শিশুর কোনওরকম ক্ষতি হতে আমরা দেব না।’