গত পরশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাংলার অতিরিক্ত স্বাস্থ্যকর্তার। তারপরই করোনা ভাইরাসের থাবা থেকে চিকিৎসকদের সুরক্ষিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলায়। করোনার উপসর্গ থাকা ব্যক্তির নমুনা পরীক্ষার সময় চিকিৎসকদের সুরক্ষার জন্য রাজ্যে প্রথম কোভিড স্যাম্পেলিং কিয়স্ক চালু করা হল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কিয়স্কের মাধ্যমে করোনার উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা পরীক্ষার কাজ এবার নির্বিঘ্নেই সম্পন্ন করতে পারবেন চিকিৎসকরা। এর ফলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনা সংক্রমণের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে সিউড়ি হাসপাতালের চিকিৎসক অভিষেক রায় জানিয়েছেন, ‘এটা খানিকটা টেলিফোন বুথের মতো। বুথের মধ্যে থাকবেন একজন ডাক্তার। বুথের বাইরে রোগীরা থাকবেন। কিয়স্কের মধ্যে একজন ডাক্তারই থাকতে পারবেন। তিনি পিপিই পরে থাকবেন, সঙ্গে আরও যা যা সুরক্ষার সরঞ্জাম রয়েছে, সেগুলি পরে থাকবেন। কিয়স্কের বাইরে রোগীরা থাকবেন। কিয়স্কের মধ্যে থেকেই বাইরে থাকা রোগীদের নমুনা সংগ্রহ করা হবে। ফলে যাঁরা নমুনা নেবেন, তাঁরা রোগীদের সংস্পর্শেও আসবেন না। এরফলে করোনার থেকে সুরক্ষিত থাকবেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা।
তিনি আরও জানিয়েছেন, ‘কিয়স্কের ভিতরে ঢুকে যেহেতু নমুনা সংগ্রহ করা হচ্ছে, ফলে এক্সপোজার রেট অনেকটা কম হবে। সাধারণত, কোনও রোগীর নমুনা পরীক্ষা করলে, তাঁর যদি কাশি হয় বা হাঁচি হয়, সেক্ষেত্রে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর এক্সপোজ হওয়ার সম্ভাবনা থাকবে। কিয়স্কের ফলে অনেকটাই সুরক্ষা মিলবে। এরফলে অনেকটাই উপকৃত হব আমরা। ডাক্তাররা অনেক আত্মবিশ্বাস পাবেন। আমরা স্বাস্থ্যকর্মীদের হারাতে চাই না। এতদিন ভয়ে ভয়ে দুশ্চিন্তায় চিকিৎসা করতে হত। এখন নিশ্চিন্তে চিকিৎসা করতে পারব আমরা।’