করোনা দূরের কথা। এই মারণ ভাইরাস ছোঁয়ার আগেই লকডাউনে প্রাণ যাচ্ছে দেশের একের পর এক শ্রমিকের। এবার যেমন লকডাউন প্রাণ নিল আরও এক ভারতীয় শ্রমিকের। লকডাউনের জেরে জুটছিল না খাবার। মিলছিল না আশ্রয়। আর তাই ১৫ দিন আগে মুম্বইয়ের ভাসাই থেকে উত্তরপ্রদেশের শ্রাবস্তীতে বাড়ির পথে যাত্রা শুরু করেছিলেন ৩৫ বছরের শ্রমিক ইনসাফ আলি। তবে সেটাই যে তাঁর শেষযাত্রা হতে চলেছে, তা বোধকরি বুঝে উঠতে পারেননি। প্রায় ১৪০০ কিমি রাস্তা হেঁটে সোমবার নিজের গ্রামে পৌঁছন আলি। মালহিপুর থানার অন্তর্গত মাঠখানওয়ার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই ঘণ্টা পাঁচেক পর তাঁর মৃত্যু হয়।
মূলত ডিহাইড্রেশনের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। শ্রাবস্তীর পুলিশসুপার অনুপ কুমার জানিয়েছেন, ‘সকাল ৭টায় পৌঁছনোর পর প্রাথমিক কিছু পরীক্ষা করিয়ে তাঁকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়। প্রাতঃরাশ খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন আলি। তবে পাঁচ ঘণ্টা পর তাঁর পেটে ব্যথা শুরু হয়। তিনবার বমিও করেন। ডাক্তারকে ডাকার আগেই তিনি অচৈতন্য হয়ে পড়েন।’ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এপি ভার্গভ জানিয়েছেন, বেলা ১১.৩০টা নাগাদ তাঁদের জানানো হয়, কোয়ারেন্টাইন সেন্টারে একজনের মৃত্যু হয়েছে। তাঁর কোভিড নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই দেহটি ময়নাতদন্ত করা হবে। স্ত্রী ও ৬ বছরের ছেলে রয়েছে আলির।