গত সপ্তাহের শেষেই করোনা আতঙ্কের মধ্যেই তীব্র জল্পনা ছড়িয়েছিল উত্তর কোরিয়া সহ গোটা বিশ্বে। কারণ খবর রটেছিল যে, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর মৃত উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এমনকি কিম জং উনের মরদেহের ছবিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও পরবর্তী সময় দাবি করা হয়, সুস্থ আছেন কিম জং উন। এখন জানা গিয়েছে, তার দেহরক্ষী করোনা পজেটিভ, সেই কারণেই তিনি লুকিয়ে রয়েছেন।
কিমের সুস্থ থাকা এবং তাঁর লুকিয়ে থাকার খবর দিয়েছে তাঁদেরই প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। তাঁদের দাবি, উত্তর কোরিয়ার শাসকের সর্বক্ষণের সঙ্গী দেহরক্ষীদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। এই কারণে তাঁর নিরাপত্তার সমস্যা বেড়েছে। এখন প্রাণে বাঁচতেই গোপন জায়গায় লুকিয়ে রয়েছেন কিম। জানা গিয়েছে, কিমের ওই নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
যেহেতু কিমের নিরাপত্তারক্ষীদের মধ্যেই করোনা সংক্রমণ ঘটেছে, সেই কারণে সম্পন্ন নিরাপত্তা পাচ্ছেন না উত্তর কোরিয়ার শাসক। এই প্রেক্ষিতে কার্যত প্রাণে বাঁচতেই লুকিয়ে রয়েছেন তিনি। প্রসঙ্গত, শুরু থেকেই উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসের কোনও খবর পাওয়া যায়নি। তবে দাবি করা হয়েছিল, একজনের করোনা ভাইরাস সংক্রমণ হওয়ায় তাঁকে গুলি করে হত্যা করেছিলেন কিম জং উন। কিন্তু তাঁর নিরাপত্তারক্ষীকে হত্যা করার খবর এখনো কোনো সূত্রই দিতে পারেনি।