আরও এক চিকিৎসকের মৃত্যু হল রাজ্যে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েক দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনে দিয়েও বাঁচানো যায়নি তাকে। সোমবার রাতে তার মৃত্যু হয়। ওই চিকিৎসকের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই টুইটে মমতা লেখেন, ২৭ এপ্রিল রাতে বেলভিউ হাসপাতালের সঙ্গে যুক্ত সিনিয়র অর্থোপেডিক সার্জন ডাঃ শিশির মন্ডলের মৃত্যুর ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।’
প্রসঙ্গত, ৬৯ বছর বয়সী পেশায় অর্থোপেডিক সার্জন বালিগঞ্জের বাসিন্দা ছিলেন। অসুস্থতা বোধ করায় মিন্টো পার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত ১৩ এপ্রিল ওই চিকিৎসকের চেস্টের সিটি স্ক্যান করানো হয়েছিল। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। এরপর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৪ এপ্রিল পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। জানা যায়, কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ওই চিকিৎসক। ১৪ এপ্রিল সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই চিকিৎসককে। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ভেন্টিলেশনেও ওই প্রবীণ চিকিৎসকের শারীরিক অবস্থা সঙ্কটে ছিল। উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরাও। এরপর সোমবার রাত সওয়া ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর। ওই চিকিৎসকের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে প্রশাসন।