গত জানুয়ারিতে করোনা হানা দেওয়ার পর থেকে বারবার আরও পিপিই-র দাবি জানিয়ে আসছেন জার্মান ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। কারণ জার্মান ফার্মগুলি যে পিপিই-র সরবরাহ করছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। মাস্ক, গগলস, গ্লাভস ও অ্যাপ্রনের সরবরাহও নামমাত্র। তবে এবার আর আবেদন বা অনুরোধ নয়। পিপিই-র ঘাটতির কারণে এবার প্রতিবাদে শামিল হলেন জার্মান ডাক্তাররা। করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় জামাকাপড় ও জিনিসপত্রের অভাবের জন্য নগ্ন হয়ে বিক্ষোভ দেখালেন একদল ডাক্তার। করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সায় তাঁরা অসুরক্ষিত বোধ করছেন বলে জানিয়ে এই প্রতিবাদের নাম দিয়েছেন ‘নগ্ন সংশয়’।
প্রতিবাদী ডাক্তারদের নেতৃত্বের দায়িত্বে থাকা রুবেন বারনাউ জানিয়েছেন, এই ভাইরাস মোকাবিলায় জরুরি জিনিসপত্র তাঁদের দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, ‘সুরক্ষা ছাড়া আমরা কতটা এই রোগের দ্বারা ঝুঁকিপূর্ণ, তা বোঝাতেই নগ্ন হওয়া।’চিকিত্সার সময় ডাক্তাররা নগ্ন হয়ে কেউ ফাইলে পেছনে, কেউ টয়লেট রোলের পেছনে, মেডিক্যাল জিনিসপত্র বা প্রেসক্রিপশনের পেছনে নিজেদের ঢেকে রেখেছেন। এক ডাক্তার জানা হুসেমান জানিয়েছেন, ‘অবশ্যই আমরা রোগীদের চিকিত্সা করতে চাই। কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।’