আগামী দেড় বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে না। বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এর পরেই সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উঠল। ডিএ না বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি তুলেছে ভারতীয় রেলের বৃহত্তম কর্মচারী সংগঠন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন।
সংগঠনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, সরকারের উচিত ডিএ না বাড়ানোর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং তা প্রত্যাহার করা। তিনি এও বলেন যে, “ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত একটা বড় ভুল। গড় হিসাবে দেখতে গেলে এর ফলে রেলের কর্মচারীদের বেতনের পরিমাণ প্রায় দেড় মাস কমে যাবে। এই সিদ্ধান্তে যাঁরা পেনশন পান তাঁরাও ক্ষতির মুখোমুখি হবেন।”
মুদ্রাস্ফীতির ধাক্কা সামলানোর জন্যই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ৪৮.৩৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫.২৬ লক্ষ পেনশনভোগীর উপর প্রভাব পড়বে।
এখনও পর্যন্ত অন্য কোনও কর্মী সংগঠনের পক্ষে প্রতিবাদ না এলেও অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের নেতা শিবগোপাল মিশ্রি বলেন, “আমি এই বিষয়ে সচিব সি চন্দ্রমৌলির সঙ্গেও কথা বলেছি এবং তাঁকে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্যে অনুরোধ করেছি। আমি মন্ত্রিপরিষদের সচিবকেও চিঠি লিখবো। আমরা চাই ভারত সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনা করুক।”