দেশে চলছে দ্বিতীয় দফার লকডাউন। সবাই এখন তাকিয়ে আগামী ৩মে-র দিকে। ওইদিন কি লকডাউন উঠবে নাকি আরও বাড়বে। তবে সূত্রের খবর, লকডাউন বাড়ার সম্ভাবণা নেই। করোনা মুক্ত জেলায় তুলে দেওয়া হবে লকডাউন।
সব ঠিকঠাক চললে আগামী ৪ মে থেকে দেশের করোনা সংক্রমণহীন একটি বড় অংশে লকডাউন প্রত্যাহারের কথা ভাবছে সরকার। আজ একটি শীর্ষ সূত্র জানিয়েছে, ৪ মে থেকে করোনা সংক্রমণমুক্ত এলাকাগুলি থেকে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহার করে নেওয়া হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ের পরে এক-একটি জেলাকে রাজ্য প্রশাসন সংক্রমণমুক্ত বলে ঘোষণা করলে সেগুলিকেও লকডাউনের আওতা থেকে বার করে আনা হবে।
আগামী সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই লকডাউন প্রশ্নে কেন্দ্রের মনোভাব জানাবেন তিনি। তার পরে মুখ্যমন্ত্রীদের বক্তব্য শোনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে হটস্পট বা হটস্পট সংলগ্ন এলাকায় লকডাউন আরও কিছু দিন চালিয়ে যাওয়ার পক্ষপাতী কেন্দ্র। কারণ সংক্রমিত এলাকায় একবার লকডাউন সরে গেলে নতুন সংক্রমণ ঠেকানো কার্যত দুঃসাধ্য হয়ে উঠবে।