দিনকে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের নিরিখে ফের নয়া রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে ৭৭৮ জন মহারাষ্ট্রের। ভারতের মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা এই রাজ্যেরই। সেখানে সংক্রামিতের সংখ্যা এখন ৬০০০ ছুঁইছুঁই। এবার রাজ্যে করোনা-আতঙ্ক বাড়িয়ে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন খোদ এক মন্ত্রী। জানা গিয়েছে, রাজ্যের আবাসনমন্ত্রী জিতেন্দ্র অওয়াদ করোনাভাইরাস পজেটিভ হয়েছেন।
সূত্রের খবর, কিছুদিন আগে তাঁর নিরাপত্তাবাহিনীর একজন করোনা পজেটিভ হন। জিতেন্দ্র তাঁর সংস্পর্শে এসেছিলেন। অনুমান করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর ওই ব্যক্তির থেকেই মন্ত্রীর ভাইরাস সংক্রমণ ঘটেছে। অবশ্য ওই ব্যক্তির করোনা পজিটিভ আসায় নিজের পরিবারের ১৫ জনকে নিয়ে প্রায় এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন মন্ত্রী। গত ১৩ এপ্রিল তিনি নেগেটিভ এসেছিলেন। তবে লকডাউন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বৈঠকের কারণে মুমব্রা পুলিশ স্টেশনের যে আধিকারিকের সঙ্গে দেখা করেছিলেন জিতেন্দ্র, সেই পুলিশ কর্মী পরবর্তী সময় করোনা পজেটিভ হন। অনুমান করা হচ্ছে, তাঁর থেকেও জিতেন্দ্রর শরীরে সংক্রমণ হতে পারে। ওই পুলিশ আধিকারিক নিজামুদ্দিনের তদন্তের সঙ্গে জড়িত ছিলেন, কমপক্ষে ৩৫ জনের সংস্পর্শেও এসেছিলেন।