দিনকে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার ফলে এবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের গণ্ডি ছাড়িয়ে ২০০০০ ছুঁইছুঁই। মৃতের সংখ্যাও ৭০০-র দোরগোড়ায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এক রাতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০ বাড়ল। আর গত ১৫ ঘণ্টায় সেই সংখ্যাটা ৯৯৯। ২২ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৯৮৪। ইতিমধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ৬৪০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এক রাতে মৃত্যু বেড়েছে ৩৭। অবশ্য এর মধ্যে ৩৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ ১৫৪৭৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এই বুলেটিন অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫২১৮। তারপরেই রয়েছে গুজরাত। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১৭৮। দিল্লীতে ২১৫৬ জন কোভিড ১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রেই। এই রাজ্যে ২৫১ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে করোনা আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের মারা গিয়েছে ৭৬ জন।